• ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সার্জিক্যাল মাক্সের একদিক নীল এবং অন্যদিক সাদা হওয়ার কারণ?

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০
সার্জিক্যাল মাক্সের একদিক নীল এবং অন্যদিক সাদা হওয়ার কারণ?

সংক্রমণ থেকে বাঁচা এবং অন্যকে সংক্রমিত না করার জন্য মাক্সের যথার্থ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার কারণ হলো, ১২৫ ন্যানোমিটারের ক্ষুদ্রতর এই করোনা ভাইরাস প্রধানত আমাদের নিশ্বাসের সঙ্গে শ্বাসনালী দিয়ে দেহে ঢুকে আমাদের আক্রান্ত করে। কাজেই মাক্স দ্বারা আমাদের নাক-মুখ ঢেকে রাখলে পর্যাপ্ত পরিমাণে ভাইরাস দেহে প্রবেশ করতে পারে না। এছাড়া আমাদের হাত বারবার সাবান দিয়ে ধোয়ার কারণ হচ্ছে যে, আমাদের হাত নানা জায়গায় স্পর্শ করি এবং নানা জীবাণু ও ভাইরাসে হাত সংযুক্ত হয় এবং গড়ে প্রতি ঘণ্টায় ২০ থেকে ২৫ বার আমরা নাকে-মুখে হাত দেই। কাজেই হাতের দ্বারা সংক্রমিত যাতে না হই সে জন্য হাত ধোয়াটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে হাত ধোঁয়ার সুযোগ না থাকলে সেনিটাইজার দ্বারা হাত ভাইরাস মুক্ত রাখতে হয়। আর ১০০% ভাইরাস মুক্ত হতে সাবান দিয়ে ধোয়ার প্রয়োজন হয়। সার্জিক্যাল মাক্সের নীল ও সাদা রঙের যথাযথ ব্যবহারঃ এন 95 এবং এন 97 মাক্স ছাড়াও বাজারে নানা ধরনের মাক্স পাওয়া যায়। এই 95 এবং 97 এর মানে হচ্ছে যে, ঐ জাতীয় মাক্স এত এত পারসেন্ট ভাইরাস আটকানোর ক্ষমতা রাখে। আর ঐ জাতীয় মাক্স কেবল সরাসরি যারা চিকিৎসায় নিয়োজিত থাকেন প্রধানত তাদের প্রয়োজন হয়। তবে যেহেতু করোনা ভাইরাসের প্রকৃতি কিছুটা আঠালো ধরনের, কাজেই সুতি কাপড়ের মাক্স উত্তম। সুতি গেঞ্জি কাপড়ের তিন স্তর বিশিষ্ট মাক্সে ভাইরাস সবচেয়ে ভালোভাবে প্রতিরোধ হয়। সার্জিক্যাল মাক্স সাধারণত নীল ও সাদা রঙের বেশি দেখা যায়। গোলাপি ও সাদা রংগেরও মাঝে মধ্যে পাওয়া যায়। সে যাইহোক, সার্জিক্যাল মাক্সের নীল বা গোলাপি এবং সাদা রংগের ব্যবহারিক পার্থক্য ও কারণ রয়েছে। সাদা অংশটি ফিলটারের কাজ করে অর্থাৎ ভাইরাসকে আটকায় অর্থাৎ ভাইরাসকে ঢুকতে বা বের হতে প্রতিরোধ করে। আর নীল বা গোলাপি অংশটি ওয়াটার প্রুফের কাজ করে । কাজেই কেউ নিজে আক্রান্ত হয়ে থাকলে ঘরের এবং অন্যান্য সদস্যদের আক্রান্ত না করণের জন্য সাদা দিক ভিতরের দিকে এবং নীল বা গোলাপি দিক বাইরের দিকে রেখে সার্জিক্যাল মাক্স ব্যবহার করতে হয়। এছাড়া নিজে আক্রান্ত না হয়ে থাকলে অন্যদের ভাইরাস দ্বারা আক্রান্ত না হওয়ার জন্য যেকোনো সুস্থ ব্যক্তি সাদা অংশটি বাইরের দিকে রেখে নীল বা গোলাপি অংশটি ভিতরমুখি করেই সার্জিক্যাল মাক্স ব্যবহার করতে হয়। এই সার্জিক্যাল মাক্স ওয়ান টাইম ধরনের ব্যবহারিক মাক্স, কাজেই এ মাক্স সাত থেকে আট ঘণ্টা কার্যকর ভূমিকা রাখে। আর এর সঠিক ব্যবহার আমাদের না জানার কারণ হচ্ছে পেকেটের গায়ে তার সঠিক ব্যবহারিক নির্দেশনা বা বর্ণনা না থাকা।

লেখক :: জহির উদ্দিন, অধ্যক্ষ, শাহ নিমাত্রা এস এফ ডিগ্রি কলেজ, জুড়ী, মৌলভীবাজার

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930