রাজনগর প্রতিনিধি :: বাকাসস রাজনগর শাখার সরকারি (১৬-১১ গ্রেডভুক্ত) কর্মচারীদের পদোন্নতির দাবীতে চলছে পূর্ণদিবস কর্মবিরতি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলাধীন রাজনগরে সরকারি বিভিন্ন অফিসে কর্মরত (১৬-১১ গ্রেডভুক্ত) কর্মচারীদের পদোন্নতির দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে।
রবিবার ১৫ নভেম্বর ২০২০ হতে শুরু হয়েছে পদোন্নতির দাবীতে কর্মচারীদের পূর্নদিবস কর্মবিরতি। আগামী ৩০নভেম্বর ২০২০ইং পর্যন্ত অব্যাহত থাকবে।
এতে বাংলাদেশের প্রতিটি বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদ-পদবী পরিবর্তন ও পদোন্নতির দাবিতে রাজনগর উপজেলা বাকাসস কর্তৃক ঘোষিত কর্মসূচির আলোকে রাজনগর উপজেলায় পূর্ণদিবস কর্মবিরতি চলছে।
রাজনগর অফিসে কর্মরত কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর শাখার প্রধান সমন্বয়ক মোঃ ইকতার আলী। আরও উপস্থিত ছিলেন, বিজয় রুদ্র পাল, মিটু লাল দাস,শারমিনা সুলতান প্রমূখ।
প্রধান সমন্বয়ক মোঃ ইকতার আলী জানান, যে ২০০১ সাল থেকে আমাদের এই দাবীগুলো সংশ্লিষ্ট মন্ত্রনালয়, সচিবালয়ে উপস্থাপন করে আসছি। এবং স্মারক লিপিও প্রদান করা হয়েছে। কিন্তু আমাদেরকে আশ্বাস দিলেও তা বাস্তবে রুপ নিচ্ছে না। তাই আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
মোস্তফা বকস / হাকালুকি