ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন দাবি করেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরিদপুরের জেলা প্রশাসককে হুমকি দেয়ার ফোন রেকর্ডটি সুপার এডিট করা।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
গালিগালাজের বিষয়টি মিথ্যা দাবি করেন নিক্সন বলেন, শত্রুপক্ষ আমার বক্তব্য সুপার এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। ভাইরাল হওয়া ভয়েসটি আমার নয়। আমার বিরুদ্ধে মামলা হলে ডিসি-ইউএনওর বিরুদ্ধে ও মামলা হবে।
উল্লেখ্য, প্রকাশ্যে সিগারেট খাওয়ার অপরাধে নিক্সনের এক সহকারীকে জরিমানা ও কারাগারে প্রেরণ করেছিলেন স্থানীয় এক ম্যাজিস্ট্রেট। তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করার অডিও সোশাল মিডিয়ায়ার ভাইরাল হয়েছে গতকাল।
পিডি / দৈনিক হাকালুকি