• ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আধুনিক বাংলা কবিতা ‘মুক্তি’ – সারমিনা শাম্মী

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
আধুনিক বাংলা কবিতা ‘মুক্তি’ – সারমিনা শাম্মী

দালানকোঠা আমার কাছে কারাগার ব্যতিত কিছু নয়!
স্বাধীনতার সুখ তো ঐ খোলা আকাশের নীচে
কোনো এক গাছের তলে!
তবু কেনো, আমার একটা ঘর চাই জানো?
তোমার ঐ কলুষিত মনের জন্য!
হায়! হায়!
রাস্তায় বসে থাকলে; তুমি ভাবো, আমি অসহায়!
তৎপর থাকো হিংস্র থাবার অপেক্ষায়!
কেনো আমি নিরাপদ নই, তোমার কাছে?
যে রাজি, তাকে নিয়ে যাও অলি-গলি!
যার আপত্তি, অন্তত তাকে দাও মুক্তি!

কবিতাঃ মুক্তি, কবিঃ সারমিনা শাম্মী

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930