দালানকোঠা আমার কাছে কারাগার ব্যতিত কিছু নয়!
স্বাধীনতার সুখ তো ঐ খোলা আকাশের নীচে
কোনো এক গাছের তলে!
তবু কেনো, আমার একটা ঘর চাই জানো?
তোমার ঐ কলুষিত মনের জন্য!
হায়! হায়!
রাস্তায় বসে থাকলে; তুমি ভাবো, আমি অসহায়!
তৎপর থাকো হিংস্র থাবার অপেক্ষায়!
কেনো আমি নিরাপদ নই, তোমার কাছে?
যে রাজি, তাকে নিয়ে যাও অলি-গলি!
যার আপত্তি, অন্তত তাকে দাও মুক্তি!