নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ীতে জেলা পরিষদের উপনির্বাচনের শেষ দিনের প্রচারণায় জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক এর আমন্ত্রণে ওনার বাড়িতে জুড়ীর সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারবৃন্দকে নিয়ে এক বিশেষ সভা আয়োজিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান এর ‘চশমা’ মার্কার পক্ষে শেষ দিনের প্রচারণায় জেলা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক এর আঙ্গিনা।
শেষ দিনের প্রচারণায় দলীয় প্রার্থী আলহাজ্ব মিসবাহুর রহমান বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবক হতে চাই। জনগণের ভালবাসা নিয়ে বাঁচতে চাই। সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে সর্বদা কাজ করতে চাই। জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।’ মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের শেষ দিনের নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
১৮ অক্টোবর রবিবার দুপুরে জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশের সঞ্চালনায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান ফজলু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফি আহমদ সলমান, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জেলা ক্রিকেট কোচ ও ক্রীড়া সংস্থার সদস্য রাসেল আহমেদ, জুড়ী উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, সাগরনাল ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, জায়ফরনগর ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পশ্চিম জুড়ী ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।
এই নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাগন। উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ এর সহসভাপতি হুমায়ুন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজীব বৈদ্য, সাইদুর রাহমান এবং জুড়ীর অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছড়াও জুড়ী উপজেলা যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক / দৈনিক হাকালুকি