তাফিমুল কবির :: মৌলভীবাজারের কমলগঞ্জ এর শমসের নগর চা বাগানে ৬০০ একর জমি জুড়ে এই বিমানবন্দর অবস্থিত। ৬০০০ ফুট লম্বা ও ৭৫ ফুট চওড়া রানওয়ে সংযুক্ত এই বিমানবন্দরটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে এই বিমান বন্দর নির্মাণ করা হয়। বর্তমানে এটি বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাডেটদের প্রশিক্ষণ সহ অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে। শমসেরনগর বিমানবন্দর দীর্ঘদিন বন্ধ থাকার পর, এখন আবারও সেখানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন এয়ারলাইনস কর্তৃপক্ষ।
এখানকার প্রবাসীদের যাতায়াতের সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মৌলভীবাজারে অনেকে সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে। বিমানবন্দর চালু হলে দেশী-বিদেশী পর্যটকদেরও অনেক সুবিধা বাড়বে। তাছাড়া স্থানীয় ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে। বিমানবন্দরটি পুনরায় চালু করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন বেসরকারি বিমান সংস্থাগুলো।