মৌলভীবাজার জেলা পরিষদ উপ নির্বাচনে চশমা মার্কার সমর্থনে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :: আগামী ২০শে অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিসবাহুর রহমান এর সমর্থনে বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখা বর্ধিত সভা করেছে।
১৫ অক্টোবর বৃহস্পতিবার কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলের সঞ্চালনায় এবং কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বিশেষ অতিথি কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু সালেহ কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদুজ্জামান রাজু, মোফাজ্জল হোসেন লিটন।
এছাড়াও ১৩ টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ ছাত্রলীগের নেত্রীবৃন্ত উপস্থিত ছিলেন।
আসাদুর রহমান / দৈনিক হাকালুকি