স্টাফ রিপোর্টার :: কুলাউড়ার রাউৎগাঁও ইয়নিয়নের চৌধুরী বাজারে মোবাইল এন্ড মোবাইল আন্ত ইউনিয়ন কাবাডি খেলার ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ সোমবার ১৬ নভেম্বর বিকেল ৩ ঘটিকায় স্থানীয় চৌধুরী বাজার সংলগ্ন মাঠে এই ফাইনাল খেলা অনুষ্টিত হয়।উক্ত খেলায় আল ওসাম কাবাডি দল ১২ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ান ও ভবানিপুর কাবাডি দল ৮ পয়েন্ট অর্জন করে রানারআপ হয়েছে।
সমাপনী খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মনি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ওসাম পোল্ট্রি ফিড এন্ড চিকস এর স্বত্বাধিকারী রুহুল আমিন।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
আসাদুর রহমান/হাকালুকি