স্টাফ রিপোর্টার :: শনিবার ৩১শে অক্টোবর রাত ৮ ঘটিকায় কুলাউড়া ব্যবসায়ী কল্যান কার্যালয়ে বিশেষ সাধারন সভা অনুষ্টিত হয়। সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীমের পরিচালনায় সভায় কার্যকরি কমিটি ও সকল ব্যবসায়ীদের সম্মতি ক্রমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এতে আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন কবরেন খন্দকার লুতফুর রহমান, সদস্য সচিব-প্রভাষক সিপার উদ্দিন আহমদ, সম্মনিত সদস্য সৌম প্রদীপ ভট্ট্যাচার্য সজল, হাজী চেরাগ আলী, আলহাজ এ এম এস জামান, শাকিল রশিদ চৌ: আলহাজ বদরুল ইসলাম।
এসম সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নির্বাচন পরিচানা কমিটির আহবায়ক খন্দকার লুৎফুর রহমান, সমিতির সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ব্যবসায়ী ইকবাল আহমদ শামিম সহ সাধারণ সম্পাদক আব্দুল মোহিত বাবলু, আতিকুর রহমান আখই, ব্যবসায়ী শফিক মিয়া আফিয়ান৷ ওয়ার্ড সম্পাদক এম হাজির আলী, এছাড়ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বাবু গৌরা দে, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বক্স।
বিশেষ সাধারণ সভায় নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা হস্তান্তর করা হয়। শেষে দোয়া পরিচনা করেন সমিতির সহ সভাপতি মোওলানা আব্দুল ওয়াহিদ দোয়ায় অংশ নেন সকল ব্যবসায়ীবৃন্দ।
এ আর / দৈনিক হাকালুকি