নিজস্ব প্রতিবেদক :: সিলেট-আখাউড়া লাইনের ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলার মধ্যে অবস্থিত বরমচাল রেলওয়ে স্টেশন। চা বাগান, অধ্যুসিত প্রাকৃতিক গ্যাসে ভরপুর ও খাসিয়া সম্প্রদায়ের শৃঙ্খলাবদ্ধ ও সুন্দর পরিকল্পিত জীবন জীবিকার আবাসস্থল। ব্রাক্ষনবাজার, বরমচাল, ভাটেরা ও ভূকশিমইল ইউনিয়নের অধিবাসীদের রেলপথে যোগাযোগের একমাত্র মাধ্যম বরমচাল রেলষ্টেশন। এই ষ্টেশনটিতে কিছু দিন ধরে ৪টি আন্তঃনগর ট্রেনের বিরতি দেওয়াতে জনসাধারণের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। রাত্রে ঢাকাগামী উপবন এবং দুপুরে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের বিরতি থাকলে জনসাধারণের আরো সুবিধা হবে।
এখন ষ্টেশন ঘরটির চাল মেরামত করা আবশ্যক। টয়লেটের পানি সরবরাহ নাই। বর্তমান গৃহে আরো মেরামতী কাজ করা আবশ্যক। বর্তমানে যে সকল ট্রেনে বিরতি আছে ঐ সমস্ত ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। স্থানীয়রা সমস্যাবলী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছেন।
রেজাউল ইসলাম শাফি / দৈনিক হাকালুকি