রাতের অন্ধকার দেখে ভয় হয় মোর অন্তরে, বিদায়ের পর আরো কঠিন হইবো রে মন কবরে। নামাজের সময় ব্যস্ততা রয় এই শয়তানের খেলা, সময় থাকতে পড় নামাজ করনা কো হেলা। কবরের আজাব কত যে কঠিন নাহি বুঝি আগে, মিথ্যে ভেবে এড়িয়ে যেতাম দুনিয়ার লালসাতে। দুনিয়ার আগুন সহিতে না পারি ও মুমিন ভাই, কিভাবে বাঁচবার উপায় রাস্তা দেও দেখাই। মুমিন বলবেন কোরআন পড় আছে যে সেথায়, বাকারার প্রথম দুই আয়াতে প্রমাণিত হয়ে যায়। ফাতেহায় আছে তোমার সঠিক পথের ঠিকানা, আজ থেকে তওবা করো রে মন পাপ কাজ করিবেনা। মা-বাবার হুকুম মানো তুলো ইসলামের বুনিয়াদ, ক্ষমা করো ওগো মাবুধ করিতেছি ফরিয়াদ। পাপের দিকে না তাকিয়ে কবুল করো এই নালায়েকের মোনাজাত।