• ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খালেদ মাসুদের কবিতা ‘ছবি’

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
খালেদ মাসুদের কবিতা ‘ছবি’

আমি বাংলার প্রেম মুগ্ধ হইয়া,
পথ ভুলিয়া মেঘনার পাড়ে হাটিয়া হাটিয়া,
কোন পাড়ায় ঢুকে পড়ি।

নদীর কলকল কথায় হারিয়ে দেয়,
অজানা দিকে দিশেহারা মোরে নেয়,
ভালোবাসায় নিবদ্ধ করি।

পদ্মার গর্ভে ইলিশের রাজ্যে দেয় ডাক,
জাফলং মাধবকুণ্ড আর শত নদীর বাক।
শেষ হয় না নন্দন।

সাজেক সুন্দরবন বাঘের গর্জন,
কক্সবাজার হাকালুকি জুলুম বর্জন
সাম্য ভালোবাসা আর বন্ধন।

পাহাড়ে পাদদেশে ঝর্ণার শব্দ,
মেঘের রাজ্যে করে আবদ্ধ,
ডাকে স্বপ্নের দেশে।

সাগরে পাড়ে বালুকণার চিকচিক করে,
জেলের জালে মৎস্য ধরে,
রাখে সব ভালোবেশে।

গাছের ডালে পাখির কলরবে,
ডাকে মোরে আসবে কবে,
নিয়ে যাবো বাংলার আকাশে।

শরৎ রবী সত্যজিৎ রায়ের শিল্প,
সাহিত্য সিন্ধুতে করিবো গল্প,
উড়বো নজরুল বিদ্রোহ বাতাসে।

হাজার শহীদের এই ভূমিতে,
ভালোবাসা রক্ত দিতে,
করেনি কেউ কখন কৃপণতা।

যেখানে যখন রক্তের প্রয়োজন,
হাসপাতালে কিংবা রাজপথে আয়োজন,
জড়িয়ে রাখে মমতা।

গাঙচিল হয়ে শহীদুল্লাহ্ সুকান্ত,
মুজিব তিতু সুর্যের নাই অন্ত,
মুনির জয়নাল নদী।

চায়ের গন্ধে শোষণের ছবি,
নীল বিদ্রোহ, জেলে কবি
সংগ্রাম করেছে জীবন ত্যাগী।

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930