নিজস্ব প্রতিবেদক :: হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ অনুষ্ঠান দূর্গা পূজার বিভিন্ন মান্ডব পরিদর্শন করেন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন।
আজ ২৪ অক্টোবর শনিবার রাতে জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কলেজ রোড মন্দির, বাছিরপুর, আমতৈল, রাধামন্ডব মন্দির, জায়ফর নগর ইউনিয়নের কালী বাড়ী মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করে তাদের খোজ খবর নেন তিনি।
জুড়ী আমতৈল মন্দিরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিবছর দূর্গাপূজায় গিয়ে তাঁদের খোঁজ খবর নেন। প্রত্যেক ধর্মের মানুষের স্বাধীনতার জন্য জাতির পিতা সংগ্রাম করে গেছেন। জননেত্রীর মাধ্যমে সকল ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করে যাচ্ছে বলেই বোঝা যায় যে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
এ সময় তার সাথে ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজী, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাজিব বৈদ্য রাজু, দেবাশিষ দাস সাজু, প্রভাত টিভি সম্পাদক ইকবাল খান, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ প্রমুখ।
বেলাল হোসাইন / দৈনিক হাকালুকি