• ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জুড়ীতে সরকারী খাল উদ্ধার : কৃষিজমির জলাবদ্ধতা নিরসন

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
জুড়ীতে সরকারী খাল উদ্ধার : কৃষিজমির জলাবদ্ধতা নিরসন

নিজস্ব প্রতিবেদক :: জুড়ীতে একটি সরকারি খাল আলোচনার মাধ্যমে উদ্ধার করে কৃষি জমির জলাবদ্ধতা নিরসন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ শনিবার (৩১শে অক্টোবর) জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের একটি সরকারি খাস রেকর্ডভুক্ত খাল বেদখল করে দীর্ঘদিন থেকে বাড়িঘর বানিয়ে বসবাস করছিল কিছু লোক। পশ্চিম বাছিরপুর ফসলি জমি থেকে জুড়ী নদী পর্যন্ত বিস্তৃত ছিল খালটি। ধীরে ধীরে পলি জমে খাল ভরাট হয়ে যাওয়ায় কয়েকজন গৃহহীন মানুষ খালের উপর বাড়িঘর তৈরি করে ফেলায় ওপাশের ফসলি জমি থেকে পানি নিষ্কাশনের পথ একেবারে বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় কৃষকদের প্রায় ১৫০ একর জমিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এসব জমিতে ফসল উৎপাদন হুমকির মুখে পড়ে। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা খালের উপর থেকে তাদের ঘরবাড়ি সরাতে ব্যর্থ হয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একখানা লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ এক গণশুনানিতে উভয়পক্ষের সাথে আলোচনা করে খালের জমি থেকে অবৈধ বসবাসকারীদের স্বেচ্ছায় সরে যেতে রাজি করা হয়। সরকারি খালটি উদ্ধার করে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে স্বেচ্ছাশ্রমে স্থানীয় কৃষক ও এলাকাবাসী খালটি পুনঃখনন কার্যক্রম শুরু করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, খাল খনন সম্পূর্ণ হলে দেড় শতাধিক একর কৃষি জমির জলাবদ্ধতা নিরসন হবে এবং উন্নত ফসল চাষের উপযোগী হবে। তাছাড়া স্হানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মানুষের চলাচলের সুবিধার জন্য খালে একটি কালভার্ট নির্মাণ করে দেয়া হবে। এ ছাড়া দখলদার লোকজন ভূমিহীন ও গৃহহীন দরিদ্র লোক হওয়ায় উপজেলা প্রশাসন তাদেরকে অন্যত্র পুনর্বাসন করার সর্বোচ্চ চেষ্টা করবে। এলাকার লোকজনের কৃষি জমির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিরাজুল ইসলাম / দৈনিক হাকালুকি

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930