মৌলভীবাজারের জুড়ীতে অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১০দিনের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা শীতা রানী দত্তের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আনসার ভিডিপি উপজেলা প্রশিক্ষক আব্দুল মালিক, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাইফুর রহমানসহ ইউনিয়ন লিডারগণ উপস্থিত ছিলেন।
উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দশটি গ্রামের ১৫০ জন আবেদনকারীর মধ্য থেকে বাছাইকৃত ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাসহ ৬৪ জনের অংশগ্রহণে গত ৪ অক্টোবর প্রশিক্ষণ শুরু হয়। সমাপনী দিনে অংশগ্রহণকারীদের সনদপত্র, নগদ এক হাজার টাকা ও আনসার উন্নয়ন ব্যাংকে পাঁচশ টাকার শেয়ার প্রদান করা হয়।
মঞ্জুরে আলম লাল / দৈনিক হাকালুকি