জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত আজ সোমবার (৯ ই নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্হিত ছিলেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, সাগরনাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জুনেদ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিত সিংহ, সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুজাউদ্দৌলা, শাহখাকী (রঃ) ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব আলী, উপজেলা আওয়ামিলীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, কামিনীগন্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী কামাল উদ্দিন, ভবানীগন্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক এম এ মহসিন মুহিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, বিজিবি ফুলতলা ও লাটিটিলা কোম্পানি কমান্ডারগণ, আনসার ভিডিপির প্রতিনিধি সাইফুর রহমান প্রমূখ।
সভায় গত সভার সিদ্ধান্ত অনুযায়ী চোরাচালান প্রতিরোধকল্পে আগামী ২৪ শে নভেম্বর লাটিটিলা সীমান্তবর্তী এলাকায় লাটিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসচেতনামূলক একটি সভা আয়োজন করার জন্য তারিখ নির্ধারন করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক বিগত কয়েকদিনে জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় টিলা কাটার বিরুদ্ধে অভিযান ও জরিমানা আদায় করায় এবং পশ্চিম বাছিরপুর এলাকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলকৃত একটি খাল উদ্ধার করে এলাকার কয়েকশত একর জমির কৃষি চাষের ব্যবস্হা করে দেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
সভায় সদস্য গণ ইতিমধ্যে জুড়ীতে গরু চুরি বৃদ্ধি হয়েছে মর্মে ক্ষোভ প্রকাশ করিলে অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী বলেন, শীতে মৌলভীবাজার জেলায় চুরি ডাকাতি বৃদ্ধি পায়। এ জন্য এলাকায় পুলিশের পাশাপাশি এলাকাবাসীর
পাহারার ব্যবস্হা গ্রহণের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সকল অপরাধ দমন করতে সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম সকলের প্রচেষ্টা কামনা করে বলেন, টিলা কাটার ঘটনা ঘটলেই আমাকে যে কেউ খবর দিবেন। আমি তার বিরুদ্ধে ব্যবস্হা নেব।
কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক বলেন, গরু চোর ধরে আইনের শক্ত ধারায় তাদেরকে জেল হাজতে প্রেরন করতে হবে। চোর একটি গরু চুরি করে আজ জেলে যায় পরের দিন চলে আসে। এভাবে হলে চুরি বন্ধ করা যাবে না। জুড়ীতে বিগত কয়েকদিনে সিএনজি দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে বেশ কয়েকজন সদস্য ক্ষোভ প্রকাশের পরিপ্রেক্ষিতে তিনি বলেন আলোচনার মাধ্যমে শ্রমিকদের নিয়ে বিষয়টি সমাধানের ব্যবস্হা গ্রহণের জন্য সভাপতিকে আহ্বান করেন।
সিরাজুল ইসলাম / দৈনিক হাকালুকি