মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে ইউরোপ মহাদেশে অবস্থানরত ব্যক্তিদের নিয়ে গঠিত প্রবাসী কল্যান ও সামাজিক সংগঠন জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশন এর বহুল প্রতীক্ষিত পূর্ণাংগ কমিটি ঘোষিত হয়েছে। ইউরোপের ২৭ টি দেশ থেকে প্রায় ১৭০ জন প্রতিনিধি সর্বস্ব কমিটি হয়েছে বলে জানিয়েছেন এর সভাপতি জনাব তৈমুর হাসান আপলু।
এর আগে সেপ্টেম্বর মাসের শুরুতে ফ্রান্স এর রাজধানী প্যারিস শহরে জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দের কয়েক দফা আলোচনা ও বৈঠক শেষে হাসান আপলু কে সভাপতি, সাজ্জাদ মঞ্জু কে সেক্রেটারি ও জাহেদ হাসান কে ট্রেজারার করে এ সংগঠনের পূর্ণ কমিটি তৈরি করার কার্যক্রম শুরু হয়। সামাজিক মাধ্যমে এর খবর মুহূর্তে ছড়িয়ে পড়া মাত্র ইউরোপ জুড়ে ব্যাপক সাড়া জাগায় জুড়ী ইউরোপীয় এসোসিয়েশন।
জুড়ী ইউরোপীয় এসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক থেকে প্রতিদিনই নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঠিকানা ও ছবি প্রকাশ করা হচ্ছে। পূর্ণ কমিটির গেজেটের বিষয়ে প্রশ্নের জবাবে সভাপতি হাসান আপলু বলেন, দুয়েক দিনের মধ্যেই আমাদের কমিটির গেজেটেড কপি প্রকাশ করা হবে। পদবী নিয়ে আমাদের কিছু নেতাকর্মীর অসন্তোষ হওয়ায় একটু সময় লাগছে। সব বাধা পেড়িয়ে ইনশাল্লাহ অচিরেই জুড়ীবাসীর সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করবে আমাদের জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশন।