• ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জুড়ী উপজেলা তালামীযের দায়িত্বশীলতা বিষয়ক বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০
জুড়ী উপজেলা তালামীযের দায়িত্বশীলতা বিষয়ক বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মুহতারাম সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছাত্রনেতা জায়েদুর রহমান চৌধুরী বলেছেন, তালামীযে ইসলামিয়ার সকল কর্মীদেরকে সবধরনের অনলাইন মাধ্যম ব্যবহারে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন দিক আলোচনা করে তিনি উদাহরণ স্বরুপ বলেন,ব্যক্তির টাইমলাইন ঘুরে আসলে তার চারিত্রিক বৈশিষ্ঠ সম্পর্কে অবগত হওয়া যায়,সুতরাং ইসলামী সংগঠনের একজন কর্মী হিসেবে অবশ্যই নিজের টাইমলাইন সেই অনুযায়ী হওয়া উচিত। তিনি আরো বলেন, কোন কিছু ভালো করে না জেনে না বুঝে শেয়ার, কমেন্ট, পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে যেকোন ধরনের বিতর্কিত বিষয় থেকে সবসময় নিজেকে শতভাগ দূরে রাখার চেষ্টা করতে হবে।

১২ অক্টোবর রোজ সোমবার সকাল ১১.৩০ ঘটিকায় জুড়ী জালালিয়া দাখিল মাদরাসায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা তালামীযের সহ-সভাপতি নজরুল ইসলাম খামিছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জয়নাল আরিফের পরিচালনায়, সহ-সাংগঠনিক সম্পাদক হাঃ ফারহান হোসাইন ক্বেরাত পরিবেশন এবং সহ-সাধারণ সম্পাদক বেলাল আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের আহবায়ক এম এ জলিল, সদস্য সচিব হাঃ জিল্লুর রহমান।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন বর্তমান সাংগঠনিক সম্পাদক হাঃ লুৎফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাঃফারহান হোসাইন, প্রচার সম্পাদক সামাদ পারভেছ, সহ-প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন তালামীযের সভাপতি হুসাম উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক কামাল আহমদ, ফুলতলা ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ, জায়ফরনগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাঃ রেদওয়ান হোসাইন, গোয়ালবাড়ী ইউনিয়ন তালামীযের সভাপতি লুৎফুর রহমান শাহান, সাধারণ সম্পাদক জামিল আহমদ প্রমুখ।

মো বেলাল হোসাইন / দৈনিক হাকালুকি

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930