নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার জুড়ীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (৯ ই অক্টোবর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন, জুড়ী উপজেলা মডেল রিসোর্স সেন্টারের সাবেক সাধারণ কেয়ারটেকার মরহুম মাঃ নুর আহমদ সাহেবের মৃত্যুতে উপজেলার মসজিদভিত্তিক গণশিক্ষা ও প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষকদের পক্ষ থেকে সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্ন গ্রামে মরহুমের পরিবারের সকল সদস্যদের নিয়ে তিনির বাড়ীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, জুড়ী উপজেলার ফিল্ড সুপারভাইজার মাঃ হাবিবুর রহমান, উপজেলা মডেল কেয়ার টেকার ও জালালপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ তাজ উদ্দিন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি মাওঃ রফিকুল ইসলাম প্রমূখ।দোয়া শেষে শিরনী বিতরণ ও সকল কর্মকর্তা ও শিক্ষকদের পক্ষ থেকে পরিবারের সহায়তা স্বরুপ কিছু নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
বার্তা :: সিরাজুল ইসলাম