সিরাজুল ইসলাম :: “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জুড়ীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত। আজ সোমবার (১৪ই সেপ্টেম্বর) দুপুরে জুড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি আল ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সমরজিত সিংহের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, প: জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, জায়ফরনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলাদ চৌধুরী, সাগরনাল ইউপির প্যানেল চেয়ারম্যান ময়নুল ইসলাম জুনেদ, জুড়ী তৈয়বুননেছা খানম সরকারি কলেজের সহকারী অধ্যাপক অরুন চন্দ্র দাশ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাসিন আহমদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ প্রিয়জ্যােতি ঘোষ, সহকারি শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা, জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, ইউএফও মীর আলতাফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, কৃষি অফিসের এসএপিপিও আজিজুল ইসলাম খান, সুচনা এনজিও কর্মী ফাতেমা কানিজ প্রমূখ।সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সমরজিত সিংহ বলেন গত মার্চ মাস থেকে আগষ্ট মাস পর্যন্ত আমরা সরেজমিন পুষ্টির কাজ করতে পারি নাই। তবে মোবাইল ফোনে কাউন্সিলের মাধ্যমে কাজ চালিয়ে যাই। আগষ্ট মাস থেকে পুরোদমে কাজ চলছে।বিশেষ করে কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মা কে পুষ্টি সেবা দেয়া হচ্ছে। সুচনা এনজিও কর্মী ফাতেমা বলেন গত মাসে সাগরনাল ইউনিয়নে ৫৪ জন কিশোরীকে ২ দিন ব্যাপি প্রশিক্ষণ দেয়া হয়েছে।