রাষ্ট্রীয় মর্যাদায় জুড়ীর বীরমুক্তিযোদ্ধা কটন আলীর দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় জুড়ীর বীরমুক্তিযোদ্ধা কটন আলীর দাফন সম্পন্ন
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২০
হাবিবুর রহমান খান, জুড়ী :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউপির দ্বহপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জনাব কটন আলী (৭৭) ইন্তেকাল করিআছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শুক্তবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় উনার নিজ বাড়ীতে ইন্তেকাল করিআছেন। জানাযার নামাজে উপস্তিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক,জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, ৮নং গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন প্রমুখ।
তিনি স্ত্রী, ১ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ শনিবার সকাল ১১ ঘটিকার নয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসায় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এতে জানাজার নামাজে ইমামতি করেন, হাফিজ আব্দুস সামাদ।