• ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কমলগঞ্জে নারী এসিল্যান্ডের উপর হামলা, গাড়ি ভাঙচুর : নারী পুলিশসহ আহত ৬, আটক ৮

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০
কমলগঞ্জে নারী এসিল্যান্ডের উপর হামলা, গাড়ি ভাঙচুর : নারী পুলিশসহ আহত ৬, আটক ৮

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি এলাকায় খাসজমিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সাইনবোর্ড ভেঙ্গে ফেলার খবরে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়েছেন কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এক নারী পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। হামলার ঘটনায় এসিল্যান্ড নাসরিন চৌধুরীও আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে এসিল্যান্ড ব্যবহৃত গাড়ি।
সোমবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৮ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে ২ শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ‘দুর্যোগসহনীয় গৃহনির্মাণ’ প্রকল্পের আওতায় ‘আশ্রয়ণ-২’ প্রকল্পের ২০টি গৃহনির্মাণ কাজের জন্য সম্প্রতি রাজকান্দি এলাকার সরকারি খাসজমি বের করে স্থান নির্ধারণ করা হয়। সেখানে সোমবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল মৌলভীবাজার-৪ আসনের সাংসদ এম এ শহীদের। কিন্তু উদ্বোধনের আগেই স্থানীয়রা স্থাপনার সাইনবোর্ড ভেঙে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন এসিল্যান্ড নাসরিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ। এ সময় স্থানীয়দের সঙ্গে তাদের বাকবিতন্ডার একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত স্থানীয় এক নারীকে আটক করে গাড়িতে তুললে স্থানীয়রা আটক সেই নারীকে গাড়ি থেকে ছিনিয়ে নেয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় এসিল্যান্ড নাসরিন চৌধুরী,নারী পুলিশ সদস্য সেলিনা আক্তার,এসিল্যান্ড এর গাড়ি চালক হাসান মিয়া,নারীসহ স্থানীয় ৩ জন আহত হন। তাদেরকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে গুরুত্বর আহত নারী পুলিশ সদস্য সেলিনা আক্তারকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিলে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। হামলার এ ঘটনার পর পরই কড়া পুলিশী নিরাপত্তায় ঘটনাস্থলে পৌঁছেন স্থানীয় সাংসদ এম এ শহীদ। তিনি উত্তেজিত লোকজনকে শান্তণা করে সংক্ষিপ্ত পরিসরে তিনি প্রকল্পের ভিত্তিপ্রস্তর করেন। এ সময় তিনি বলেন,গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্যোগ। এখান থেকে কাউকে চিরতরে উচ্ছেদ করা হবে না। তাদেরকে গৃহের ব্যবস্থা করে দেওয়া হবে। ভিত্তিপ্রস্থর অনুষ্টানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান,উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান,স্থানীয় ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, হামলায় এসিল্যান্ডসহ আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় জড়িত ৮ জনকে আটক করা হয়েছে।

জুয়েল আহমেদ জুলি / দৈনিক হাকালুকি

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930