দক্ষিন আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি ককের ব্যাটিং ঝড়ে উড়ে গেছে ঘরের মাঠে অপরাজেয় ভারত। রবিবার সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরফলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হলো। বৃষ্টি বাধায় পন্ড হয়েছিলো সিরিজের প্রথম ম্যাচটি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিলো স্বাগতিকদের। রোহিত শর্মার বিদায়ের পরেও ভালোভাবে এগিয়ে যায় ভারত। ছন্দপতন শুরু হয় ৮ম ওভার থেকে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রান তোলার গতি মন্থর হয়ে পড়ে বিরাট কোহলির দলের। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে ভারত।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার শেখর ধাওয়ান। দক্ষিন আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন কাগিসো রাবাদা। ১৩৫ রানের টার্গেটে খেলতে নেমে ভারতীয় বোলিং আক্রমনকে তুলোধুনো করেন হেনড্রিকস ও ডি কক। ওপেনিং জুটিতে ৭৭ রান তুলে এই জুটি। হেনড্রিকসের বিদায়ের পর টেম্বাই বাভুমাকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক ডি কক। ৫২ বলে ৬ চার ও ৫ ছয়ে অপরাজিত ৭৯ রান করেন এই বামহাতি ওপেনার। ভারতের হয়ে একমাত্র উইকেটটি নেন হার্ডিক পান্ডিয়া। ৪ ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট ও কৃপণ ইকোনমি রেটের কারনে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বেরুয়ান হেনড্রিকস। ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন প্রোটিয়া ক্যাপ্টেন কুইন্টন ডি কক।
হাকালুকি/জেএম/২৩সেপ১৯