গত ২০শে সেপ্টেম্বর সোশাল মিডিয়া নেটওয়ার্কিং প্রতিষ্ঠান হাকালুকি নেটওয়ার্ক এর আয়োজনে, অনলাইন পোর্টাল দৈনিক হাকালুকির তত্ত্বাবধানে ‘ফটোগ্রাফি কনটেস্ট ২০২০’ সফলভাবে সমাপ্ত হয়েছে। মাত্র ১০ দিনের এই প্রতিযোগীতায় দেশ বিদেশ থেকে পঞ্চাশ জনের অধিক ফটোগ্রাফার দুইশ’র অধিক অসাধারণ সব ছবি জমা দিয়েছেন। গত ৩০শে সেপ্টেম্বর প্রতিযোগীতা শেষ হয়েছে। এডমিন প্যানেলের অনেক যাচাই-বাছাই শেষে নির্ধারন করা হয়েছে সেরা ফটোগ্রাফার। পূর্ব ঘোষণামত আমাদের সেরা ১০ নির্ধারণ করার কথা ছিলো, কিন্তু অনেক যাচাই-বাছাই ও দর্শক জরিপের বিবেচনায় নির্ধারিত হয়েছেন সেরা ২০। পাঠকের কাছে অনুরোধ থাকবে পোস্টের জন্য নাম ও ছবি ক্রমানুসারে দিলেও যেন তারা বিজেতা সবাইকে বিজেতা হিসেবেই দেখেন। প্রথম, দ্বিতীয়, দশম বা বিশতম নয়। আমরা সৌন্দর্য বর্ধনের দৃষ্টিকোন থেকে প্রতিযোগীতা করেছি, জয় পরাজয়ের দৃষ্টিকোন থেকে নয়।