• ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হাকালুকির হাওরখালে অবৈধভাবে মাছ শিকারের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
হাকালুকির হাওরখালে অবৈধভাবে মাছ শিকারের প্রতিবাদে মানববন্ধন

আদালতের স্থিতাবস্থার পরও হাকালুকি হাওরের গুটাউরা হাওরখাল (বদ্ধ) জলমহাল থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাছ শিকারের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় তালিমপুর ইউনিয়নের কাননগোবাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে বড়লেখার মৎস্যজীবী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা’র সন্তানগণ ও হাওরপারের এলাকাবাসী।
মানববন্ধনের আয়োজকদের সূত্রে জানা গেছে, হাকালুৃকি হাওরের হাওরখাল (বদ্ধ) জলমহালের ওপর সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমিতির হাইকোর্টে রিট মামলা নং ১৫৬১/১৮ এর মাধ্যমে মাধবকুণ্ড মৎস্যজীবী সমবায় সমিতির ইজারা বাতিল ও আপিল মামলায় স্থিতাবস্থা জারি হয়। কিন্তু মাধবকুণ্ড মৎস্যজীবী সমবায় সমিতি আইন লংঘন করে রাতের আঁধারে অবৈধভাবে মাছ শিকার করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, সহ সভাপতি আব্দুল খালিক বাদল, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, বড়লেখা পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মুহাম্মদ শাহজাহান।
বক্তারা বলেন, ‘সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমিতি জলমহালটির (হাওরখাল (বদ্ধ) জলমহাল) বৈধ ইজারাদার। উপজেলা জলমহাল কমিটি ও সরকারি কৌসুলীর মতামত উপেক্ষা করে মামলা চলমান অবস্থায় মাধবকুণ্ড মৎস্যজীবী সমবায় সমিতির অর্থের যোগনদাতা ফেঞ্চুগঞ্জের উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম আদালত অবমাননা করে বেআইনীভাবে উক্ত জলমহালের ১৪২৭ বাংলা সনের রাজস্ব করাদি পরিশোধ করেন। প্রায় ৬ বছর ধরে তিনি বিভিন্ন মামলা মোকদ্দমার বেড়াজালে আটকিয়ে গুটাউরা হাওড় খাল (বদ্ধ) জলমহাল থেকে প্রতিরাতে লাখ টাকার মাছ লুট করছেন। বার বার তিনি আইন অমান্য করছেন। বাধ্য হয়ে আমরা মানবন্ধন করছি। ন্যায় বিচারের প্রত্যাশায় আমরা আদালতের পানে চেয়ে আছি।’

বার্তা সম্পাদক / দৈনিক হাকালুকি

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930