স্টাফ রিপোর্টার :: কুলাউড়ায় ৮ নং রাউৎগাঁও ইউনিয়নের পালগ্রামে ফ্রেন্ডস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধা ৭ ঘটিকার সময় ফ্রেন্ডস ক্লাবের এক জরুরি সভায়,মুজিবুর রহমান মামুনের সঞ্চালনায় বিগত সদস্যদের উপস্তিত ও মতামতের ভিত্তিতে (২০২১-২০২২) এই দুই বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির, সভাপতি মুজিবুর রহমান মামুন,সিনিয়র সহ-সভাপতি গকোল মালাকার, সহ-সভাপতি কাওসার চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমুস ছাকিব তাজুল,
যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান তারেক,
সাংগঠনিক সম্পাদক পুলক মালাকার, সহ-সাংগঠনিক সম্পাদক নিপুর মাল্লিক, কোষাধ্যক্ষ অঞ্জিত মল্লিক, সহ-কোষাধ্যক্ষ পিংকু মল্লিক, ক্রীড়া ও সাংকৃতিক সম্পাদক মিনহাজুল ইসলাম মাহীন, সহ-ক্রীড়া ও সাংকৃতিক সম্পাদক কামরান আহমদ সহ ৪০ সদস্যের কমিটির নাম ঘুষণা করেন ক্লাবের সিনিয়র সদস্য অশীক মালাকার।
এ সময় নতুন কমিটির সদস্যরা ক্লাবের সকল কাজ সততার সাথে পালন করবেন বলে আশা ব্যক্ত করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জামাল আহমেদ।
আসাদুর রহমান/হাকালুকি