প্রযুক্তি ডেস্ক :: ডাটা স্পিডে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ আর এগিয়ে আছে মালদ্বীপ। ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের তথ্যে বিষয়টি উঠে এসেছে।
এই ইনডেক্স অনুযায়ী, গত মাসে আন্তর্জাতিক ক্ষেত্রে মোবাইল ইন্টারনেটের গড় স্পিড ছিল ৩৫.২৬ এমবিএস। এ গতির দৌড়ে শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া (ডাউনলোড স্পিড ১২১ এমবিএস)। দ্বিতীয় অবস্থানে আছে চীন (ডাউনলোড স্পিড ১১৩.৩৫ এমবিএস)।
দক্ষিণ এশিয়ায় শীর্ষে আছে মালদ্বীপ, বিশ্বের তালিকায় ৫৭ নম্বরে। দেশটির ডেটা স্পিড ৩৫.৭০ এমবিপিএস। বাংলাদেশের অবস্থান ১৩৩ (ডাউনলোড স্পিড ১০.৭৫ এমবিএস)। ভারতের অবস্থান ১৩১ নম্বরে। দেশটিতে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড স্পিড ১২.০৭ এমবিপিএস। আন্তর্জাতিক ক্ষেত্রে মোবাইল ইন্টারনেটের গতিতে নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান থেকেও পিছিয়ে ভারত। ইনডেক্সে শ্রীলঙ্কার অবস্থান ১০২ নম্বরে (১৯.৯৫ এমবিপিএস), পাকিস্তানের অবস্থান ১১৬ নম্বরে (ডাউনলোড স্পিড ১৭.১৩ এমবিএস)। তালিকায় পাকিস্তানের পরেই নেপাল (ডাউনলোড স্পিড ১৭.১২ এমবিএস)।
হাকালুকি / এমএইচ