• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২০
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর  দাফন সম্পন্ন

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম-কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার (১০নভেম্বর) ১১.২০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে উপজেলার নওয়াগ্রাম গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ কন্যা রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইসলাম উদ্দিন, বিয়ানী বাজার কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আলমগীর হোসেন, রয়েল ট্রাভেলসের স্বত্বাধিকারী মস্তুফা আহমদ, বিশিষ্ট ব্যাবসায়ি মোস্তাক আহমদ (ফয়জী), সাবেক ছাত্রনেতা ফরিদ আল মামুন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফয়ছল আহমদ, সারপার বাজার ব্যাবসায়ি সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, ফ্রেন্ড ফরএভারের সদস্যবৃন্দ, ড্রীম স্কাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

মঙ্গলবার বাদ আছর উপজেলার পূর্ব মুড়িয়া নওয়াগ্রাম জামে মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজার পূর্বে বিয়ানীবাজার থানা পুলিশের রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর স্থানীয় মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় নওয়াগ্রাম সার্বজনীন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031