ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজার জেলার বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ বড়লেখা উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ ও আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বড়লেখা পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বড়লেখা ইসলামিয়া বিল্ডিংয়ের সম্মুখে এক পথসভায় মিলিত হয়।
উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় উপজেলা তালামীযের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন ও শাহেদ আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাস্টার শামসুল ইসলাম, পৌর আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুল লতিফ, উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান প্রমুখ।
ইবাদুর রহমান জাকির / দৈনিক হাকালুকি