স্টাফ রিপোর্টার :: বড়লেখা পৌরসভার অভ্যন্তরের ছয়টি সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল । সড়কগুলাের ইট – বালু , ঢালাই ও বিটুমিন উঠে বিভিন্ন স্থানে খানাখন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে । এর মধ্যে দুটি সড়ক প্রায় ১৫ বছর ধরে সংস্কার হয়নি । এতে চরম দুর্ভোগ পােহাতে হচ্ছে পৌরসভাবাসীকে । সরেজমিনে দেখা গেছে , ৩ নম্বর ওয়ার্ডের কুলাউড়া – চান্দগ্রাম আঞ্চলিক সড়ক থেকে বড়বাড়ী পর্যন্ত আরসিসি ঢালাই করা প্রায় ৮ কিলােমিটার সড়কের বিভিন্ন জায়গায় ভেঙে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে । কোথাও বৃষ্টির পানি জমে আছে ।
প্রায় ১৫ বছরেও এ সড়কের কোনাে কাজ হয়নি । ১ ও ৩ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরের গাজিটেকা হেকিম বাড়ি থেকে বাসতলা – আব্দুল জব্বারের বাড়ি পর্যন্ত দুইটি সড়কের প্রায় তিন কিলােমিটার বেহাল অবস্থা । প্রায় পাঁচ বছর ধরে এ অবস্থা সড়কগুলাের । ইট – বালু , ঢালাই ও বিটুমিন উঠে বিভিন্ন স্থানে খানাখন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে । একই অবস্থা ৯ নম্বর ওয়ার্ডের গােপাল দের বাড়ি থেকে সদর ইউনিয়নের সীমানা পর্যন্ত ১ দশমিক ৫ কিলােমিটার পাকা সড়ক । এ সড়কটি গত ১৫ বছরেও সংস্কার করা হয়নি ।
বড়লেখা – ডিমাই সড়ক থেকে বাঘমারা পর্যন্ত পাকা সড়কের পিচঢালাই উঠে গেছে । এছাড়া মুছেগুল মজনু মিয়ার বাড়ি থেকে খছরুজ্জামানের বাড়ি পর্যন্ত ১ দশমিক ৫ কিলােমিটার কাঁচা সড়কের বেহাল দশা । পৌরসভা সৃষ্টির পর থেকে অবস্থা । এছাড়া পৌরসভার অন্য ওয়ার্ডের কাঁচা সড়কগুলাের অবস্থা বেশি খারাপ । বর্ষায় মানুষের ভােগান্তি পােহাতে হয় । পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাসমিন বেগম বলেন , “ গত ছয় বছর থেকে এই এলাকায় ভাড়া থাকি । সড়কটির অবস্থা খুব খারাপ । সংস্কারের কোনাে উদ্যোগ নেই ।
এখানে আসার পর জেনেছি ১৫ বছর ধরে সড়ক ভাঙা । সড়ক দিয়ে চলাচলে খুব কষ্ট হয় । একটু বৃষ্টিতে সড়কে পানি জমে যায় । ‘ ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবর হােসেন শিপলু বলেন , ‘ আমাদের এলাকার সড়কটি পাঁচ – ছয় বছর ধরে খারাপ । গত পৌরসভা নির্বাচনের আগেও খারাপ ছিল । আরেক নির্বাচন চলে আসছে কিন্তু কোনাে কাজ হয়নি । ভাঙা সড়কে কত কষ্ট হয় , যারা চলাচল করে তারাই বুঝে ।
এ ব্যাপারে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মাে , কামরান চৌধুরী বলেন , “ গুরুত্বপূর্ণ নগর অবকাঠামাে উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার অনুকূলে ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে । এ প্রকল্পে তিন ধাপে কাজ হওয়ার কথা ছিল । প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসে । কিন্তু প্রকল্পের দীর্ঘসূত্রিতা ও করােনা পরিস্থিতির কারণে কাজ সম্পন্নে বিলম্ব হচ্ছে । এরই মধ্যে দুই ধাপের টেন্ডার সম্পন্ন হয়েছে । প্রথম ধাপের কাজ শেষ পর্যায়ে । ২ য় ধাপের কার্যাদেশ প্রদান করা হয়েছে । ৩ য় ধাপের টেন্ডারের জন্য প্রক্রিয়াধীন । কয়েকটি সড়কের অবস্থা খারাপ আছে । করােনা সংকট না থাকলে এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার অভ্যন্তরের গুরুত্বপূর্ণ সব সড়ক মেরামত হয়ে যেত । বেশি খারাপ সড়কগুলাের মধ্যে দুইটির টেন্ডার হয়েছে । ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে । অন্য চারটি সড়ক তৃতীয় ধাপে কাজ হবে ।
বি এম / দৈনিক হাকালুকি