স্টাফ রিপোর্টার :: বর্তমান ইতালি প্রবাসী এবং ১৯৯২ ব্যাচের মৌলভীবাজারের বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, ইতালি থেকে নিজ দেশে ফিরলে তার বন্ধু-বান্ধব ৯২ ব্যাচের শিক্ষার্থীরা মিলে এক সংবর্ধনা প্রদান করেন।
এক সময় ইমদাদুল ইসলাম সজল ছিলেন উপজেলার প্রিয় মুখ, দক্ষ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক, এবং ছাত্রনেতা। ৯২ ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ শিপলু এর সভাপতিত্বে এবং প্রভাষক বদরুল ইসলাম মনু এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ তাজউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল হাফিজ লালন, বড়লেখা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মুহিবুর রহমান।
এছাড়াও উপস্থিত আছেন ছিলেন বন্ধুদের মধ্যে শিক্ষক মনির আহমদ, শুভাশীষ দাশ, নুরুল ইসলাম , ময়নুল ইসলাম, ব্যবসায়ী আলতাফ হোসেন তাজ, উত্তম দেবনাথ, চিকিৎসক তুতিউর রহমান প্রমুখ।
এ সময় দীর্ঘ প্রবাস থেকে আসার পর দেশের ছুটি যাতে সুন্দরভাবে কাটানো যায় সেই কামনা করেন সবাই এবং জনাব ইমদাদুল ইসলাম সজল এর দীর্ঘ আয়ু কামনা করেন।
ইবাদুর রহমান জাকির / দৈনিক হাকালুকি