আজ বাতাসে করোনা ভাইরাস
সারা বিশ্বের মানুষকে একাই তাড়িয়ে বেড়াচ্ছে
আতংক! ভয়! হতাশা! দূর্দশা! মহামারী !!
সব একাই গ্রাস করছে করোনা
ভাইরাসের একটা দানা শরীরে বাসা বাঁধলে
আর নিস্তার নেই !
মৃত্যু অনিবার্য !!
তাহলে ভাগ্যে কি এটাই লেখা?
জীবনের এই অবরবেলায় জীবন নিয়েই সংশয়!
সর্বদা বুকের মধ্যে ধুকপুকানি
কি হবে! বাঁচবো তো !
আবারও আগের মতো হাসতে পারবোতো ?
ভালবাসতে পারবোতো জীবনটাকে?
জানিনা ভাগ্যে কি আছে লেখা!!
কবিতাঃ ভাগ্য
কবিঃ নীলাঞ্জনা নীল