রায়হান আহমেদ, জুড়ী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি এর পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
মৌলভীবাজারের জুড়ীতে আজ ১ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ও পরিবেশ মন্ত্রীর উদ্যোগে ফলজ , বনজ, ভেষজসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযুদ্ধা বদরুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমেদ, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু রিংকু রঞ্জন দাস, জুড়ী থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, গোয়ালবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন লেমন, সদর জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুস সালাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদের দারা, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আহমদ আল আজাদ সোহাদ ,শাহ আলম, জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি আদনান, সাধারন সম্পাদক গৌতম দাস সহ প্রমুখ।