নিজস্ব প্রতিবেদক :
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ মাননীয় মন্ত্রী মহোদয় কে ফুল্লেল শুভেচ্ছা জানায়।
মাননীয় মন্ত্রী জনাব মুহাম্মদ ফারুক খান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিগত বছরগুলোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ধারাবাহিক উন্নয়নে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাভের ধারা অব্যাহত রাখার এবং যাত্রী সেবার মান আরও উন্নতির জন্য পরিকল্পিত ও ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব জনাব মোস্তফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম ( অতিরিক্ত সচিব), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক প্রশাসন জনাব মো: ছিদ্দিকুর রহমান ( যুগ্ম সচিব) সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।