ঐতিহ্যবাহী হাকালুকি হাওরে ভাটি বাংলার আবহামান প্রকৃতির অপরুপ সৌন্দর্য্য মন্ডিত শাহপুর-শাহগঞ্জ বাজারের একদল তরুণের উদ্যোগে অনুষ্ঠিত হয় গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী “নৌকাবাইচ” প্রতিযোগীতা। এই প্রতিযোগীতায় ভাটি এলাকার বিভিন্ন দলে বিভক্ত হয়ে তরুণ-প্রৌঢ় অংশগ্রহণ করেন নৌকা দৌড় প্রতিযোগীতায়।
লাল ফিতা মাথায় বেঁধে ময়ূরপঙ্খী নায়ে সেজে বিভিন্ন নৌকার অংশগ্রহণ দর্শনার্থীদের আনন্দ দানে বিরাট ভূমিকা পালন করে। নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া এই সংস্কৃতিকে তুলে ধরতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই মনোমুগ্ধকর ছিলো। শরতের নীল আকাশ এক অপূর্ব সৌন্দর্য্যে সেজেছিল ১৯ শে আগষ্ট (গতকালকের) পরিবেশ।