নিজস্ব প্রতিবেদক ঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটেলিয়া পূর্ব গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জমি দখলের সময় ফারুক নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় ফারুকের ছোট ভাই আহত ফাহাদ ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোক্তরা হলেন একই গ্রামের মৃত আঃ করিমের ছেলে ১/নজরুল ইসলাম (৫০) ২/ হাবিবুর রহমান উরফে হাবি, ৩/ তামিম (২৬) পিতা হাবিবুর রহমান হাবি সহ অজ্ঞাত ২০/২৫ জন।
সরজমিনে গিয়ে জানা যায় বাদী ফাহাদ ইসলামদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো বিবাদী নজরুল গংদের, এরই ধারাবাহিকতায় ৩০ মার্চ সকালে বিবাদীরা জোর পূর্বক জমি দখলের সময় বাদী ফাহাদ ইসলাম ও তার বড় ভাই ফারুক পোল্ট্রি ফার্ম থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এসময় তাদের উপর বিবাদীরা আক্রমণ করলে ফারুক ও ফাহাদকে এলোপাতাড়ি মারধর করে এতে ফারুক গুরুতর আহত হয় এসময় তাদের সঙ্গে থাকা আরও ২ জন মহিলা আহত হন এবং নজরুল ইসলাম নামে একজন আহত হন।
থানায় অভিযোগ সুত্রে ও বাদীর বক্তব্যে জানা যায় বাদী ফাহাদ ইসলামের ফুফু মদিনার গলা থেকে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও জমিতে থাকা গাছপালা ও পোল্ট্রির বেড়া বাইড়াইয়া ও কোপাইয়া প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি সাধন করে।
আহতদের প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ফারুক মিয়া গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার বিষয়ে বিবাদীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।