শ্যামপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা লিপু তার ৪ সহযোগী সহ ৫ জন আটক
শ্যামপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা লিপু তার ৪ সহযোগী সহ ৫ জন আটক
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২৪
মনির হোসেন জীবন : রাজধানীর শ্যামপুর এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা লিপু তার ৪ জন সহযোগী সহ ৫ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসময় তাদের নিকট থেকে নিষিদ্ধ ১২৩ বোতল ফেন্সিডিল উদ্বার মূলে জব্দ করা হয়।
র্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে র্যাব-৩ এর একটি চৌকষ দল রাজধানীর শ্যামপুর থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ শুক্রবার দুপুরে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) মোঃ শামীম হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, আটকরা হলো, কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ লিপু (৫০), জিন্টু ডালী (৪৮), মোঃ নজরুল ইসলাম (৪২), মোঃ আকাশ (৩১) ও মোঃ মাইদুল হাসান (২৮)।
রাজধানী ঢাকার শ্যামপুর ও মুন্সিগঞ্জ জেলার তাদের গ্রামের বাড়ি বলে জানা গেছে।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও তথ্য অনুসন্ধানে জানা যায় গেছে, গ্রেফতারকৃত লিপু মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা। দীর্ঘদিন যাবৎ চক্রটি অভিনব পদ্ধতিতে পরষ্পরের সাথে যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা ও কক্সবাজার জেলার উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। তারা বিভিন্ন পরিবহনে যাত্রীবেশে ও পণ্যবাহী গাড়িতে মালামাল পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করতো বলে স্বীকার করেছে।
মোঃ শামীম হোসেন জানান, এই চক্রটি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয় করে নিয়ে এসে রাজধানীর শ্যামপুর এলাকায় বিক্রয় করার সময় র্যাব-৩ এর একটি দল তাদের হাতেনাতে আটক করে। গ্রেপ্তার হয়।
তিনি বলেন, এসময় তাদের কাছ থেকে অবৈধ মাদক দ্রব্য ১২৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।