জুড়ী উপজেলায় আশরাফুজ্জামান রিশাদ-কে সভাপতি ও এমদাদুল হক বাবর-কে সাধারণ সম্পাদক করে যাত্রা শুরু করেছে নবগঠিত শিক্ষা সহায়তা সংগঠন এডুকেয়ার ফাউন্ডেশন।
গত ৩১ জুলাই জুড়ী উপজেলার বিভিন্ন সংগঠনের কৃতি ব্যক্তিদের নিয়ে ‘এডুকেয়ার ফাউন্ডেশন’ নামে জুড়ী উপজেলার অবহেলিত শিক্ষার্থীদের সহায়তার লক্ষে এ সংগঠনটি গঠন করা হয়। এক ব্যক্তিগত বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান রিশাদ জানান, ‘যথাযথ শিক্ষা সহযোগিতার অভাবে অনেক শিক্ষার্থী তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে না, অসচ্ছলতা ও সঠিক সুযোগের অভাবে যেন একজন মেধাবি শিক্ষার্থীও ঝরে না যায় সেই লক্ষ্যে কাজ করবে আমাদের এডুকেয়ার ফাউন্ডেশন।’
সভাপতি আশরাফুজ্জামান রিশাদ আল ইখওয়ান সমাজ কল্যান সংস্থা, আল ইখওয়ান ব্লাড ফাউন্ডেশন ও নয়াবাজার শিশু শিক্ষা একাডেমীর সাথে জড়িত আছেন। এদিকে সাধারণ সম্পাদক এমদাদুল হক বাবর ঐতিহ্যবাহী জায়ফরনগর তরুন সংঘের বর্তমান সভাপতি ও ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশনের সাথে জড়িত আছেন।
এছাড়া জুড়ীর পরিচিত মুখ এ.এস.আই সহিদুর রহমান পাবেল, আনোয়ার হোসাইন, রুবেল আহমদ, ফাহিম মুন্তাসিরকে সহ-সভাপতি, এম এইচ ইসলামকে সহ-সম্পাদক, আজহার উদ্দিন রাজিন, নোমান আহমদ, রফিকুল ইসলাম সুমন, আমির হোসাইনকে সাংগঠনিক সম্পাদক, অমিত আল হাসানকে অর্থ সম্পাদক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাইদুর রহমান জুবেলকে শিক্ষা বিষয়ক সম্পাদক এবং সারওয়ার আহমদ আসাদকে তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়।
দৈনিক হাকালুকি পরিবারের পক্ষ থেকে ‘এডুকেয়ার ফাউন্ডেশন’এর প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইলো।