লালবাগে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের যৌনবর্ধক ওষুধসহ ঔষধ কালোবাজারী চক্রের ২ জন আটক
লালবাগে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের যৌনবর্ধক ওষুধসহ ঔষধ কালোবাজারী চক্রের ২ জন আটক
নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৪
মনির হোসেন জীবন : রাজধানীর লালবাগ এলাকা থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশী যৌনবর্ধক ওষুধসহ ঔষধ কালোবাজারী চক্রের ২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জব্দকৃত এসব (যৌনবর্ধক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারি) মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক বলে দাবি করছে র্যাব।
র্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা থেকে শুরু করে বিকেল পৌনে ৪ টা পর্যন্ত রাজধানী ঢাকার লালবাগ এলাকায় ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র্যাব-১০ এর যৌথ একটি অভিযান চালিয়ে তাদের আটক করে।
আজ বুধবার দুপুরে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান।
তিনি জানান, আটক ব্যক্তিরা হলো, রাজধানীর লালবাগ থানার আজিমপুর গ্রামের মোঃ হাফিজুর রহমানের পুত্র মোঃ রায়হানুর রহমান (৩১) ও ঢাকা জেলার দোহার থানার উত্তর শিমুলিয়া গ্রামের ফিরোজ জামানের পুত্র মোঃ তাহানান জাওয়াদ (২৪)।
এম. জে. সোহেল জানান, অভিযানকালে আনুমানিক অর্ধ কোটি টাকা মূল্যের এক লক্ষ ছেষট্টি হাজার পিস অবৈধ বিদেশী যৌনবর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ উদ্বার মূলে জব্দ করা হয়েছে।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে, আটক ব্যক্তিরা পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ বিদেশী যৌনবর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ বিভিন্ন প্রকার ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মজুদ করে রাখত। পরবর্তীতে ওই ঔষধ গুলো সুযোগ বোঝে দেশের বিভিন্ন এলাকায় ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।