• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজধানীতে ৫ জন পরিবহন চাঁদাবাজ আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৫, ২০২৪
রাজধানীতে ৫ জন পরিবহন চাঁদাবাজ আটক


মনির হোসেন জীবন : রাজধানীতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ৫ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালও দুপুরে রাজধানী ঢাকার ডেমরা ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কদমতলী এলাকায় একটি অভিযান চালিয়ে ৩ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে ।

তারা আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকরে আসছিল।

আজ রোববার র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, মোঃ চাঁন মিয়া (৪০), মোঃ লিটন (৫০), মোঃ সুমন (৪২), সঞ্জিত চন্দ্র দাস (৩৮) ও মোঃ আল আমিন (২২)।

এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা মোট নগদ- ৭,২০০ টাকা এবং ৪ টি কাঁঠের লাঠি উদ্ধার করা হয়।

এম. জে. সোহেল আরও জানান, এছাড়া র‌্যাব-১০ এর অপর একটি দল একই দিন আনুমানিক দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় অপর একটি অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে ২ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031