• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজধানীতে ১৯ জন ছিনতাইকারী’ দেশীয় অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৪, ২০২৪
রাজধানীতে ১৯ জন ছিনতাইকারী’ দেশীয় অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক

মনির হোসেন জীবন : রাজধানীর মোহাম্মাদপুর, আদাবর, হাজারীবাগ, শেরে বাংলানগর, তেজগাঁও ও ধানমন্ডি থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৯ জন ছিনতাইকারী’কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং এর সদস্যরা বিভিন্ন অপরাধে মারাত্মকভাবে জড়িয়ে পড়ছে। কিশোর গ্যাং এর সদস্যরা মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকা জোগাড় করার জন্য সংঘবদ্ধ হয়ে ডাকাতি, ছিনতাই ও চুরির মত ঘটনা ঘটায়। তারা জনমনে ত্রাস সৃষ্টি করে ছিনতাই, চাঁদাবাজি ও পথচারীদের নিকট থেকে মোবাইল ছিনতাই সহ শৃঙ্খলা বিরোধী কার্যক্রম চালিয়ে আসছিল।

গত শনিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত (গত ৪ দিনে) র‌্যাব-২ এর একাধিক পৃথক দল রাজধানীর ছয়টি স্হানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আজ মঙ্গলবার র‌্যাব-২ এর সিনিয়র এএসপি ও
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকরা ছিনতাইকারীরা হলো, মোঃ বিল্লাল (২৮), মোঃ সোহেল (৩০), জিসান আহম্মেদ জীবন (২১), মোঃ রাকিব (২৫), রাব্বী (৩৮), মোঃ শাহীন (৩৬), মোঃ ইমরান পাটোয়ারী (২২), মোঃ শফিকুল ইসলাম (২৮), মোঃ নওসাদ (২২), মোঃ সোহেল মিয়া (২৫), মোঃ আমির হোসেন (৪০), মোঃ মোজাম্মেল (২০), মোঃ আকাশ গাজী (২০), মোঃ সোহেল মীর (৩৪), মোঃ রাব্বী হোসেন (২২), মোঃ বাচ্চু আকন্দ (২৫), মোঃ পারভেজ (১৯), মোঃ আলী (২৯) ও মোঃ পারভেজ (২০)।

শিহাব করিম জানান, এসময় ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি, চাকু, এন্টি কাটার ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়

আটকরা র‌্যাবকে জানান, তারা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করতো বলে অকপটে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারি সংক্রান্ত মামলা রয়েছে এবং এ সকল মামলায় কারাভোগ করেছে বলে জানায়।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে ডিএমপি’র বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031