মনির হোসেন জীবন : রাজধানীতে ভেজাল খাদ্যদ্রব্য, অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান এবং প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ৭ টি বিভিন্ন প্রতিষ্ঠান ৪৭ লক্ষ টাকা জরিমানা করেছে
র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক ভেজাল বিরোধী অভিযান চালায় র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম।
আজ বৃহস্পতিবার র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান।
তিনি জানান, গতকাল বুধবার সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি দল রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে ওই ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় ভেজাল খাদ্যদ্রব্য অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান এবং প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৭ লাখ টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে মুনতাহা ফুড বেভারেজ লিটিটেড’কে নগদ-৫ লাখ টাকা, মাইক্রোটেক ইলেক্ট্রিক কোম্পানী’কে নগদ-৫ লক্ষ টাকা, ইম্প্রেস মোটর এন্ড ফ্যান ইন্ডাস্ট্রিজ’কে নগদ-৫ লক্ষ টাকা, ইলেক্ট্রোমেগস্ অটোমেশান এন্ড ইঞ্জিনিয়ারিং’কে নগদ-১৫ লক্ষ টাকা, ফেয়ার অয়েল ইন্ডাস্ট্রিক’কে নগদ-৫ লক্ষ টাকা, এশিয়ান সোপ ফ্যাক্টরী’কে নগদ-২ লক্ষ টাকা ও আর.কে. ক্যাবল ইন্ডাস্ট্রিজ’কে নগদ-১০ লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন।
র্যাব বলছে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গেছে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্যদ্রব্য অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান এবং প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বাজারজাত এবং অবৈধভাবে চাল মজুদ করে আসছিল।