মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্র জানিয়েছে, গতকাল শনিবার দিবাগত রাত ১ টার দিকে র্যাব-১০ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে।
আজ রোববার দুপুরে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান।
তিনি জানান, আটকরা হলো, মোঃ মাইদুল ইসলাম (২১), মোঃ হানিফ শেখ (২৯), মো: আরাফাত ইসলাম শান্ত (২২), মোঃ মেহেদী হাসান (২৩) ও মো: জামিউল হোসেন ওরফে জয় (২১)।
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, বরিশাল, ফরিদপুর ও শরীয়তপুর জেলায় তাদের গ্রামের বাড়ি বলে জানা গেছে।
এম. জে. সোহেল জানান, এসময় তাদের নিকট থেকে ডাকাতির প্রস্তুতিকালে হাসুয়া-২ টি, ছোরা-১ টি, লোহার রড-১ টি, এসএস পাইপ-১ টি, রশি-১ টি ও গামছা-১ টি উদ্ধার করা হয়।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড অবাধে চালিয়ে আসছিল।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।