মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে চারটি মাদক মামলায় সাজা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গতকাল বৃহস্পতিবার সন্ধা পৌনে ৭ টার
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ি থানা উত্তর যাত্রাবাড়ি কাজলা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আসামীর নাম-আরিফুল ইসলাম বাবু (২৯)। চাঁদপুর জেলার মতলব উত্তর থানার
আইঠাদি মাথাভাঙ্গা (সর্দার বাড়ী) গ্রামের
মজিবুর রহমানের পুত্র।
আজ শুক্রবার সকালে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)’র (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল এ প্রতিবেদককে এসব তথ্য জানান।
এটিইউ পুলিশ সূত্র জানিয়েছে, ২০১৮ সালে চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত ২০২৩ সালে আসামী আরিফুল ইসলাম বাবু (২৯) কে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
২০১৯ সালে একই থানায় দায়েরকৃত অপর মামলায় বিজ্ঞ আদালত ২০২৪ সালে আসামীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়াও ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মতলব উত্তর থানায় দায়ের হওয়া আরো ২টি মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী তিনি।
মাহফুজুল আলম রাসেল জানান, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম বাবু (২৯) দীর্ঘ দিন ধরে রাজধানী ঢাকা এবং নারায়নগঞ্জ জেলার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আসছিল। এটিইউ গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আরিফুল ইসলাম বাবু কে গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।