রাজধানীতে চাঁদাবাজ চক্রের দুই মূলহোতা ইউসুফ ও সাব্বিরসহ ১৩ জন আটক
রাজধানীতে চাঁদাবাজ চক্রের দুই মূলহোতা ইউসুফ ও সাব্বিরসহ ১৩ জন আটক
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২১, ২০২৪
মনির হোসেন জীবন : রাজধানীতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম দুই মূলহোতা ইউসুফ ও সাব্বিরসহ মোট ১৩ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্র জানিয়েছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৬ টা ও ১০ টার দিকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার দক্ষিন যাত্রাবাড়ী ও কোতয়ালী থানার বাবুবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান।
তিনি জানান, আটকরা চাঁদাবাজরা হলো, চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মোঃ ইউসুফ গাজী (২৮), তার সহযোগী মোহাম্মদ ইউসুফ (৫৭), মোঃ পিন্টু মিয়া (৪০), মো: ডালিম (১৯), মো: পাভেল (১৯), মোহাম্মদ আলী (২৫), অপর চক্রের মূলহোতা মোঃ সাব্বির (৬০), তার সহযোগী নাজির হোসেন (৪৮), মোঃ কামাল উদ্দিন (৫০), মোঃ বিল্লাল হোসেন (৪৫), মোঃ নাজির উদ্দিন ভূঁইয়া (৪৪), মোঃ বিল্লাল হোসেন (২৮) ও মোঃ রনি হোসেন (৪০)।
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, কেরাণীগঞ্জ, জিনজিরা, গেন্ডারিয়া, শরীয়তপুর, চাঁদপুর ও খুলনা জেলায় তাদের গ্রামের বাড়ি বলে জানা গেছে।
এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ১৫৭৬০ টাকা, ১২ টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন সেট, ১২ টি লাঠি ও ১ টি প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কোতয়ালী, যাত্রাবাড়ী, ডেমরা ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।