যাত্রাবাড়ীতে ২৬ লাখ টাকা মূল্যের ২৬৪০ ক্যান বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক
যাত্রাবাড়ীতে ২৬ লাখ টাকা মূল্যের ২৬৪০ ক্যান বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৪, ২০২৪
মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমান বিয়ারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জব্দকৃত ২৬৪০ ক্যান বিয়ারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার আনুমানিক বিকেল ৫ টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ মঙ্গলবার র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার মান্দাওলা গ্রামের মৃত হারেজ বিশ্বাসের পুত্র মাসুদ বিশ্বাস (৩৪) ও একই থানা এলাকার হরিদাশপুর গ্রামের কাবুল মোল্লার পুত্র জুবায়ের মোল্লা (৩৫)।
এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব সূত্র বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।