যাত্রাবাড়ীতে পরিবহন চাঁদাবাজ চক্রের মূলহোতা মারুফসহ ১১ জন আটক
যাত্রাবাড়ীতে পরিবহন চাঁদাবাজ চক্রের মূলহোতা মারুফসহ ১১ জন আটক
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২, ২০২৪
মনির হোসেন জীবন : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পরিবহন চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা মারুফসহ ১১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪ টা থেকে শুরু করে সকাল ৭ টা ১০ মিনিট পর্যন্ত রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় একাধিকস্হানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় অভিযানকালে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে পরিবহন চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা ১। মোঃ মারুফ (৩৮)সহ মোট ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান।
এম. জে. সোহেল জানান, অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে তাদের আটক করা হয়। ঢাকার যাত্রাবাড়ী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ীয়া ও নরসিংদী জেলায় তাদের গ্রামের বাড়ি বলে জানা গেছে।
এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ১২,৩২০ টাকা এবং ১১ টি কাঁঠের লাঠি উদ্ধার করা হয়।
র্যাব সূত্র বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।