• ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে মোস্তাকিম মন্ডল এর হোন্ডা মার্কা এগিয়ে

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৪
ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে মোস্তাকিম মন্ডল এর হোন্ডা মার্কা এগিয়ে

মোঃ চপল সরদার বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হলো জয়পুরহাট আর এই জেলাতে যুক্ত ক্ষেতলাল উপজেলা, আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নানান গুঞ্জন ও জল্পনা কল্পনা। আর এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের নেতাদেরও নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখা দিয়েছে।
ইতি মধ্যে এ উপজেলা থেকে নির্বাচনে জয় লাভ করতে আগ্রহী আওয়ামী লীগের একাধিক নেতার নাম শোনা যাচ্ছে। মাঠে ময়দানে, রাস্তাঘাটে, পাড়ায় এবং চায়ের দোকানে।

জন মানুষের সাথে আলাপ কালে
উঠে এসেছে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডলের নাম । উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও সাধারণ মানুষের মধ্যে যে তাঁর জনপ্রিয়তা রয়েছে তাতে বর্ষিয়ান রাজনৈতিক নেতা হিসেবে মোস্তাকিম মন্ডলকে ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী,সমর্থক ও সাধারণ মানুষের মাঝে রব উঠেছে মোস্তাকিম মন্ডলের নাম।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় কর্মী হিসেবে আবারো সুযোগ দিয়ে মোস্তাকিম মন্ডল সকলের কাছে জোর দাবিও আহ্বান জানিয়েছেন ও সকলের প্রতি সুদৃষ্টি কামনা করছেন।

মোস্তাকিম মন্ডল দৈনিক এবিসি নিউজ প্রতিনিধি কে বলেন, আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় এই উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছি। এলাকার প্রতিটি ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড–পাড়া–মহল্লায় প্রতিনিয়ত নানান রাজনৈতিক–সামাজিক– ধর্মীয় ও ক্রীড়ার কর্মসূচিতে অংশ নিয়েছি। এবার আমি আবারো নির্বাচন করবো।

তিনি আরো বলেন আমার প্রতীক হোন্ডা মার্কা আর এই হোন্ডা মার্কা শুধু আমার না আমি মনে করি সকল ক্ষেতলাল উপজেলা বাসির মার্কা , আমি সারা জীবন এই উপজেলার জনগণের সুখে–দুঃখে সবসময় জনগণের পাশে ছিলাম পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকতে চাই ক্ষেতলাল উপজেলা বাসির খাদেম হয়ে।

তিনি বলেন আমি এতদিনে যা কাজ করেছি জনগনের সেবা করেছি তা যদি জনগনের উপকারে আসে, আমি যদি সঠিক সেবাটা করতে পারি এক কথায়
আমাকে ভালো লাগলে জনগন আবারো বেছে নিবেন এই আশা ব্যক্ত করি,তিনি পরিশেষে বলেন আমি যদি কোন কারন বসত জয় লাভ না করতে পারি আমি নৌকার পক্ষে। মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনা পক্ষে, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ভাইয়ের পক্ষে অতীতের মতো নিরলস ভাবে কাজ করবো ।৷।।

জনগণের মন্তব্য ঃ বড়তারার মাহমুদুল সাহেব বলেন মোস্তাকিম মন্ডল আমাদের ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছে সুতরাং আবারও আমরা তাকে দেখতে চাই।
মাহমুদপুর: চা দোকানে রহিম মিয়া ও রতন বলেন মোস্তাকিম মন্ডল মানুষ হিসেবে অসাধারণ আমরা তার কাছে যে কোন সময় বিপদে-আপদে পাশে পাই তার উপকারের কথা তো আমি কোনদিন ভুলবো না মোস্তাকিম মন্ডলকে আবারো যেন ক্ষেতলাল উপজেলা বাঁশি ভোট দিয়ে জয়যুক্ত করে আমি এই অনুরোধটুকু জানায়, এভাবে ক্ষেতলাল পৌর,তুলসী গঙ্গা, বড়াইল, আলমপুর গ্রামের অসংখ্য স্থানীয়দের সঙ্গে আলাপকালে সাধারণ জনগণ বলেন মোস্তাকিম মন্ডলকে আবারো ক্ষেতলাল উপজেলা বাঁশি খাদেম হিসেবে দেখতে চাই।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে মস্তাকিম মন্ডল বলেন, ‘পরিস্থিতি খুবই ভালো ও শান্তিপূর্ণ। মানুষ উৎসবের আমেজে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যাবেন।’আমি ব্যক্তিগতভাবে আশা করব ভোট ১০০% কাস্ট হবে।

তিনি আরও বলেন, ক্ষেতলাল উপজেলার মানুষ শান্তিপ্রিয়। আমি সব প্রতিদ্বন্দ্বীকে বলব, নির্বাচনের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন, যাতে ভোটাররা নিরভয়ে ভোট দিতে পারেন। নির্বাচনে যে-ই জিতুক না কেন, আমরা অভিনন্দন জানাবো ।

জয়পুরহাট ক্ষেতলাল উপজেলাতে বড়াইল ইউনিয়ন, আলমপুর ইউনিয়ন , মাহমুদপুর ইউনিয়ন , বড় তারা ইউনিয়ন , ক্ষেতলাল পৌর,তুলসী গঙ্গা ইউনিয়ন, মিলে মোট ভোটার সংখ্যা প্রায় ৯৭ হাজার

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031