মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :স্বপন হাওলাদার
মেহেন্দিগঞ্জের দক্ষিন উলানিয়া ইউনিয়নে স্ত্রী,র ইজ্জত রক্ষা করতে গিয়ে বখাটেদের হামলায় গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন স্বামী আজাদ পালোয়ান।
ঘটনাটি মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল আনুমানিক ৯ টার দিকে ওই ইউনিয়নের যাদুয়া পলবানের পুল এলাকার সাগর পালোয়ান এর মুদি দোকানে ঘটেছে বলে জানা যায় ।
ভুক্তভোগী আজাদ পালোয়ান এর স্রী জানান সকালে পার্শ্ববর্তী সাগরের দোকানে ডিম আনতে গেলে দোকান্দার সাগর তাকে বিতরে আসতে বলেন।
তখন তিনি দোকানে বিতর প্রবেশ করা মাত্র দোকানদার সাগরসহ কয়েকজনে মিলে তাকে টেনে হিছড়ে পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় সাথে থাকা ছেলে দৌড়ে গিয়ে বাবা আজাদ পালোয়ানকে খবর দেয়। আজাদ পালোয়ান তাদের কাছ থেকে স্রীকে রক্ষার চেষ্টাকালে সাগর, নাগর পিতা মোশাররফ পালোয়ান,ইউপি সদস্য সোহেল বেপারী পিতা খোরশেদ বেপারী, জনি,রনি পিতা মুজাম্মেল পালোয়ান, পল্লল বেপারী পিতা দুলাল বেপারীসহ কয়েকজনে মিলে দেশীয় অস্ত্রসস্রে সজ্জিত হয়ে লোহার রড, জি আই পাইপ,গাবের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্ব রক্তাক্ত জখম করে। পরে আজাদ পালোয়ানকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আজাদের অবস্থা আশংকা জনক হওয়ায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে অভিযুক্ত সাগর পালোয়ান এর সাথে আলাপকালে ধর্ষণের চেষ্টার কথাটি অস্বীকার করে তিনি বলেন আমার দোকানে না আমার পার্শ্ববর্তী দিলুর দোকানের সামনে ইউপি সদস্য সোহেলের সাথে মারামারি হয়েছে। সেখানে পল্লল,নাগর, সোহেল সহ অনেকে ঘটনার সাথে জড়িত থাকার কথা জানান তিনি। এ ছাড়াও তিনি আরও বলেন মারামারি ছাড়াতে গিয়ে আজাদ পালোয়ানকে ধরে রেখে অন্যদের মারতে নিষেধ করি।
এই ঘটনায় ভুক্তভোগী নাসরিন জাহান বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে বলে জানা গেছে।