• ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মানবতার ফেরিওয়ালা ইলিয়াস হোসেন ভাই

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৪
মানবতার ফেরিওয়ালা  ইলিয়াস হোসেন ভাই

আঃ রাজ্জাক জয়পুরহাট

মনে স্বপ্ন পুষে রেখেছিলেন সেই ছোটবেলা থেকে কি করে মানুষের পাশে দাঁড়ানো যায়। মানুষের বিপদে পাশে থাকাটা যে কি আনন্দের তা একমাত্র যে দাঁড়ায় সে বুঝে। এসব কথাগুলো হলো ইলিয়াস হোসেন উনার বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শালবন গ্রামে। মনের ভিতরে থাকা স্বপ্নগুলোর বাস্তব রুপ দিতে এলাকায় গরীব,অসহায় ও দুঃস্থদের জন্য হাত বাড়িয়ে দেন৷

ষাটোউর্ধ্ব বিধবা বৃদ্ধা জাহেরা বেগম উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগারি গ্রামে অন্যের জায়গা আশ্রিত তিনি বলেন, আমি খুব অসুস্থ কোন কাজ করতে পারি না বহুদিন আগে স্বামী মারা গেছে ইলিয়াস বাবা আমাকে চিকিৎসার জন্য সাহায্য করেছেন আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে আমি তার জন্য মন ভরে দোয়া করি৷ এভাবেই যেন ইলিয়াস বাবা অসহায়দের পাশে থাকতে পারে৷

মাওলানা শামীম ওসমান বলেন৷ সময় মনে রাখতে হবে সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন বলেই আজ আমরা এতটা সুখী। আমাদেরও যদি সে অসহায় মানুষদের মতো করে আল্লাহ সৃষ্টি করত তাহলে আমাদের কি হতো। অসহায় মানুষদের জায়গায় নিজেদের অনুভব করতে শিখুন। কারো যদি কষ্ট হয় তাহলে সেই জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাবতে শিখুন। এভাবে যদি ভাবতে শিখতে পারেন তাহলে আপনিও নিজের সাধ্যমত গরিব দুঃখীদের সাহায্য করতে পারবেন। অসহায় বৃদ্ধ ব্যক্তিগণ শারীরিক অক্ষমতার জন্য কাজ করতে পারে না। তাদের রোজগার বন্ধ হয়ে যায় তখন কষ্টের দিন কাটায় তারা। বিশেষ করে বৃদ্ধদের কে সহায়তা করতে হবে কারণ তারা অপারক। আমরা সব সময় অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

তরুণ ওউদয়মান অসহায় মানুষের পাশে থাকা যার একমাত্র নেশা ইলিয়াস হোসেনের বলেন,
অসহায় ব্যক্তিরা সর্বদা আর্থিক সচ্ছলতা হীন জীবন যাপন করে থাকেন। তারা ঠিকমতো দুবেলা দুমুঠো ভাত ও খেতে পারে না। অসহায় ব্যক্তিরা সবসময় তাদের প্রয়োজনীয় চাহিদা গুলো পূরণ করতে সক্ষম হয় না। অসহায় ব্যক্তিরা তাদের জীবনে মৌলিক অধিকারগুলো আদায় করতে সক্ষম হন না। সর্বদা তারা চিকিৎসা হীনতায় ভুগতে থাকেন। তারা ক্ষুধার জ্বালায় অনেক সময় বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়েন। আমাদের সকলের উচিত সমাজের সকল অসহায় মানুষদের সকল ধরনের সেবা দিয়ে তাদের পাশে দাঁড়ানো। একজনকে সাহায্য করলে হয়তো দুনিয়া বদলে যাবে না, তবে ঐ একজনের দুনিয়া বদলে যেতে পারে। তিনি আরও বলেন মানুষ হিসেবে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমাদের মানব জীবন বৃথা। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত জীবনে এতটা সফলতা যাতে অর্জন করতে পারি যেন আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। জীবনের লক্ষ্য এটাই হওয়া উচিত। আমাদের এই সমাজে অনেক অসহায় মানুষ রয়েছে। এ সকল অসহায় মানুষদের পাশে যাদের সামর্থ্য রয়েছে তাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। এবং অবশ্যই বিত্তবানদের এগিয়ে আসতে হবে তাদের পাশে দাঁড়ানোর জন্য। জীবনের চলার পথে তারা যে কোন ভাবেই অসহায় হয়ে পড়েছে। তবে অসহায় বা অসহায়ত্ব যেকোনো কারণেই মানুষের হতে পারে নিজের জায়গায় উপস্থিত থেকে নিজের মতো করে গরিব-দুঃখী ,অসহায়দের সাহায্য করার চেষ্টা করতে হবে।

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930